কালের চাকায় ভর করে আবারও সমাগত কুয়াশাচ্ছন্ন শীত। হিমেল হাওয়া জানান দিচ্ছে হামাগুড়ি দিয়ে শীত আসছে বাংলার অপরুপা প্রকৃতিতে।
দেশে শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের চা শিল্পাঞ্চলজুড়ে শীত পড়তে শুরু করেছে। উপজেলাজুড়ে এখন অনুভুত হচ্ছে শীত। গত ৪/৫ দিন ধরে শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলজুড়ে অনুভুত হচ্ছে শীত। ২০ ডিগ্রি থেকে ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী জাহেদুল ইসলাম মাসুম জানান, সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৩ নভেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি। এটিই ছিল চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। রাতে ও ভোরে কুয়াশা পড়ছে। গাছের পাতা আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। দিনের বেলা তাপমাত্রা একটু বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভুত হতে থাকে। রাতে অনেকেই কম্বল বা কাঁথা গায়ে জড়িয়ে নিচ্ছেন। বন্ধ করে দিচ্ছেন ফ্যান।
এদিকে শীত আগমনের সাথে সাথে শ্রীমঙ্গলের প্রসিদ্ব বাইক্ক বিলে কিছু কিছু অতিথি পাখি আসতে শুরু করেছে। এ তথ্য জানিয়েছেন হাইল হাওরের বড় গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিন্নত আলী।