মামলা দায়েরের মাত্র ৫ দিনের মাথায় ঝিনাইদহের হরিণাকু-ুতে নারী নির্যাতন মামলার ৫ আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হল-উপজেলার কামারখালী গ্রামের আঞ্জুমানারা, আসিয়া খাতুন, হাকিম মালিতা, মহির উদ্দীন ও বাবলু। সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকু-ু থানার এস.আই সরোয়ার হোসেন জানান, নও মুসলিম ফারিয়া সুলতানা গত ২১ নভেম্বর তার স্বামী আবুল কালাম আজাদ ও শ্বশুর শ্বাশুড়ী সহ ৬ জনকে আসামি করে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী স্বামী ও শ্বশুর শাশুড়ী সহ আটক আসামি কর্তৃক তাকে যৌতুকের দাবীতে প্রায়ই শারীরিক নির্যাতন করে বলে জানান। এ ঘটনায় সোমবার আসামীদের আটক পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।