কচুয়ায় সদরে অবস্থিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাজরা জাহিুদুল ইসলাম মন্নুর বাড়িতে দুর্ধষ্য চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়েছে দুর্বিত্ত্বরা। জানা যায় রোববার সকাল সাড়ে ৭টায় জাহিদুল ইসলাম মন্নুর স্ত্রী নাজনিন বেগম তার ছেলে বাধনকে নিয়ে খুলনায় ডাক্তার দেখাতে যান, সকাল সাড়ে ৮টায় সাবেক চেয়ারম্যান মন্নু সাহেব বাগেরহাটে যান নিজের প্রয়োজনে এবং ছেলের স্ত্রী রাখি বেগম যান স্কুলে তার ছেলেকে নিয়ে,এই সুযোগে সকাল সাড়ে ১০টায় জাহিদুল ইসলাম মন্নুর ঘরের পিছনের দরজা খুলে দূর্বিত্ত্বরা ঘরে ঢুকে ২টি স্টিলের আলমিরা, ১টি ওয়ারড্রপ ও ১টি অটবির সুকেজ ভেঙ্গে ৪টি স্বর্ণের রুলি,৩টি স্বর্ণের চুরি,৪টি স্বর্ণের আংটি সর্বমোট-৫ভরি স্বর্ণসহ নগদ-১লক্ষ ২হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বিত্ত্বরা।