মুলাদীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় মুলাদী উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবদুল বারী। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ। মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছালেহ উদ্দীন হাওলাদার, মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ¦ী মোঃ মোহসীন উদ্দীন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন স্বপন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আবদুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিলন ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল আলম মনির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হাজী মিঠু হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শের-ই-আলম পালোয়ান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা জিয়াউল করিম জিয়া মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্র্মীবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলে অ্যাডভোকেট আবদুল বারীকে সভাপতি ও আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠুকে সাধারণ সম্পাদক করে মুলাদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।