পঞ্চগড়ের বোদায় পিয়াজের দাম কমেনি। এক ও দুই দিন পিয়াজের দাম কমলেও বেশি ভাগই সময়েই বাড়ছে পিয়াজের দাম। এখানে সপ্তাহে দুই দিন শনিবার ও বুধবার হাট বসে। গত দুই দিনে পিয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। ভারত রফতানি বন্ধ করার পর থেকে পিয়াজের দাম বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। কেজি ৪০-৫০ থেকে পিয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। যা সম্প্রতি কমেছে ১৮০-২০০ টাকায়। রোববার আবারও বাড়তে শুরু করেছে পিয়াজের দাম। ভোক্তারা অভিযোগ করছেন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পিয়াজের দাম বৃদ্ধি করছে চলেছেন।
উল্লেখ্য, ভারত রফতানি বন্ধ করায় গত ২৯ সেপ্টেম্বর থেকে দেশে পিয়াজের বাজার অস্থির হয়ে উঠে। দফায় দফায় বাড়তে থাকে পিয়াজের দাম। বিমান যোগে বিভিন্ন দেশ থেকে পিয়াজ আমদানি করার পরও পঞ্চগড়ের বোদা উপজেলায় পিয়াজের দাম কমছেনা।