কুমিল্লার হোমনায় বিশ^ এন্টিবায়োটিক সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাম সিকদারের সভাপতিত্বে র্যালি অনুষ্ঠানের পর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘এন্টিবায়োটিকের সফলতার, আপনি আমি অংশিদার’ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ বিভাগের এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এর আয়োজন করা হয়।
সভায় এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও এর কার্যকারিতা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ, ডা. মো. শাহাদাৎ হোসেন, ডা. মো. জামাল হোসেন, ডা. সাইদ আল ফয়সাল, ডা. সাহিদা সিকদার, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক মো. ইব্রাহিম খলিল, মো. আক্তার হোসেন, সাংবাদিক আ. হক সরকার, সাংবাদিক মোরশিদ আলম, বেসরকারি ক্লিনিক মালিক মো. কবির হোসেন প্রমুখ।