রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রাম থেকে ২টি ওয়ান শুট্যারগান ও ১রাউন্ড গুলি সহ অনু খা (৩৩) নামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অনু খা জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রামের মৃত বক্কার খায়ের ছেলে।
রোববার (২৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুলিয়াট গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি অনুয়ায়ী দুলিয়াট কবরস্থানে লুকিয়ে রাখা ২টি ওয়ান শুট্যারগান ও ১রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পাংশা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহম্মদ আহসানাউল্লাহ দাবী করেন, জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অনু খা নিজ জেলার বাইরে অবস্থান করতো। রোববার রাতে অনু খা বাড়ীতে আসবে এমন সংবাদ আসে পুলিশের কাছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ অনু খার বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানায় পাংশা মডেল থানার ওসি। তার বিরুদ্ধে খুন-হত্যা ও মাদক সহ ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।