এবতেদায়ী মাদ্রাসার কোন চিহ্ন না থাকলেও দুই বছর যাবত মাদ্রাসা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। কাগজ-কলমে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো চিহ্ন নেই। এমনকি শিক্ষাদানের জন্য টেবিল, চেয়ার কিংবা পাঠদানের কোন উপকরণ খুঁজে পাওয়া যায়নি।
এ জালিয়াতির বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে পরীক্ষা শেষ হওয়ার একদিন আগে (শনিবার থেকে) টিন দিয়ে মাদ্রাসা ভবন নির্মানের কাজ শুরু করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের যাচাই-বাছাই ছাড়াই এবং কোন রকম পাঠদান কিংবা মাদ্রাসা ভবন না থাকা সত্বেও শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চর উত্তর ভুতেরদিয়া এলাকার।
রোববার দুপুরে সরেজমিনে ঠাকুরমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখা গেছে, কাগজে-কলমে দেখানো দক্ষিণ চর উত্তর ভুতেরদিয়া মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসা থেকে সপামণী পরীক্ষায় অংশগ্রহণ করা ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে চারজন অনুপস্থিত রয়েছে। পরীক্ষার্থীরা হলো-মোঃ ইউনুস, রোল-৫৭, সিয়াম, রোল-৫৯, আবদুল হক, রোল-৬১, মোঃ আহাদ, রোল-৬২, তহুরা, রোল-৬৩, সাদিয়া, রোল-৬৪, লামিয়া, রোল-৬৫, আফসানা, রোল-৬৬, বুশরা, রোল-৬৭, মরিয়ম, রোল-৬৮, সীমা, রোল-৭০, রুমা, রোল-৭১, মিতু, রোল-৭৩। এরমধ্যে মোঃ নাইম, রোল-৫৮, মোঃ ফয়েজ, রোল-৬০, মারুফা, রোল-৬৯, ফারজানা, রোল-৭২ নামের চার পরীক্ষার্থী অনুপস্থিত।
ওই গ্রামের ছত্তার হাওলাদারের পুত্র আলিম হোসেন পনুসহ স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, দক্ষিণ চর উত্তর ভুতেরদিয়া মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসার দৃশ্যমান কোন কার্যক্রম নেই। কোনদিন তারা ওই মাদ্রাসায় ক্লাস নিতেও দেখেননি। কিন্তু স্থানীয় রহমান ফরাজী (কাজী) নামের এক লোক কাগজে-কলমে মাদ্রাসা দেখিয়ে অন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের ওই মাদ্রাসার নামে রেজিষ্ট্রেশন করিয়ে মাদ্রাসা সমাপণী পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করিয়েছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে রাতারাতি রহমান ফরাজীর বাড়ির পাশে টিন দিয়ে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন।
সূত্রে আরও জানা গেছে, কাগজে-কলমে মাদ্রাসায় পাঁচজন শিক্ষকের কথা উল্লেখ করা হলেও বাস্তবে স্থানীয়রা কোনদিন মাদ্রাসায় ক্লাস হয়েছে বা কোন শিক্ষক ক্লাস নিয়েছেন তা তারা দেখেননি। বর্তমানে মাদ্রাসাটি এমপিওভুক্ত করনের জন্য রহমান ফরাজী উঠে পরে লেগেছেন। এজন্য জালিয়াতির মাধ্যমে অন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের ওই মাদ্রাসার নামে রেজিষ্ট্রেশন করিয়ে মাদ্রাসা সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছে।
পুরো অভিযোগ অস্বীকার করে রহমান ফরাজী (কাজী) জানান, ১৯৮৪ সালে দক্ষিণ চর উত্তর ভুতেরদিয়া মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালে তিনি (রহমান ফরাজী) মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে মাদ্রাসাটি নদী ভাঙ্গনে বিলীন হওয়ায় একই মৌজার তার (রহমান) বাড়ি সংলগ্ন মাদ্রাসায় জমি দেয়া হয়। এরপর বাঁশখুটি দিয়ে মাদ্রাসা নির্মান করা হয়েছিলো। কিন্তু মাদ্রাসাটি ভেঙ্গে যাওয়ায় মসজিদের ভিতর ক্লাস নেয়া হচ্ছে। সব পরীক্ষার্থী তার মাদ্রাসার ছাত্র বলেও তিনি দাবী করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির জানান, প্রতিষ্ঠান না থাকলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ নেই। তিনি আরও জানান, বিষয়টি তার জানা ছিলোনা। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।