সদর উপজেলার তালতলী বাজারের গণপূর্ত বিভাগের সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। রোববার সকালে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে বুল্ডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালায় গণপূর্ত বিভাগ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শতাধিক সদস্য মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন সুরুজ সরকার গণপূর্ত বিভাগের এ সম্পত্তি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন।