আর্ক মাসকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক পারভেজ আহমেদ বলেছেন, হতাশা থেকেই একজন মানুষ নেশার জগতে প্রবেশ করেন। পারিবারিক নানা বিষয় যেমন: বিয়ে বিচ্ছেদ, প্রেমের সম্পর্ক ছিন্ন, পাওয়া না পাওয়া, এবং দুঃখ থেকেই হতাশার জন্ম নেয়। আর তখনই কিছু সময়ের জন্য ভুলে থাকতে মানুষ অন্ধকার নেশায় জগতে জড়িয়ে পড়েন। আর সেখানেই বছরের পর বছর হাবুডুবু খায়। যারা নেশাগ্রস্থ তারা বেলা করে ঘুম থেকে উঠেন, আবার হঠাৎ রেগেও যাচ্ছেন, অনেক রাতে বাড়ীও ফিরছেন, পিতা-মাতার সাথে খারাপ আচরনও করছেন। মুলত: এভাবেই মাদকের জগতে যারা নিজকে শেষ করে দিচ্ছেন; তাদেরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আর্ক প্রতিষ্ঠা করেছি। কোন লাভের উদ্দেশ্যে এটি করা হয়নি। বরং সেবার টার্গেট নিয়ে কাজ করছি। এজন্য খুব অল্প সময়েই আমরা সুনামও অর্জন করেছি।
আজ রোববার দুপুরে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাতকারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ আশাবাদী হয়ে বলেন, এসব নিরাময় কেন্দ্র নিয়ে যারা ব্যবসা করেন; তারা অবশ্যই অপরাধী। এজন্য নিরাময় কেন্দ্রের ভিতরে কি হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন মাঝে মাঝে নজর দেয়াও খুবেই প্রয়োজন। তবে আমরা অন্যান্যের মত আর্ককে ব্যবসা প্রতিষ্ঠানের মত চালু করেনি। এজন্য আমাদের সফলতাও অনেক। এখান থেকে বহু মানুষ সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে গেছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একজন মানুষ যখন হঠাৎ আচারণে পরিবর্তন আসে, একা একা সময় কাটান, বন্ধু পরিবর্তন করেন, হাত খরচ বৃদ্ধি করেন, অল্পতেই রেগে যান,
পড়াশুনায় অমনোযোগি হন, চোখের নিচে কালি পড়ে, খাওয়াতে অরুচি, অনিন্দ্রা, টয়লেটে দীর্ঘ সময় কাটান, নিয়মিত গোসল এবং দাঁত না মাজলে বুঝতে হবে তিনি মাদকে জড়িয়ে পড়েছেন। আমাদের এখানে সুন্দর এবং স্বাস্থ্য সম্মত পরিবেশে মাদকাসক্তদের সুচিকিৎসা দেয়া হচ্ছে। যাদের সন্তানরা মাদকে আসক্ত হয়েছেন; তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখুন না। আমরা খুব অল্প সময়েই কাউন্সিল করে একজন রোগীকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। প্রসঙ্গত, নগরীর খুলশীর ১নং রোডের জামে মসজিদ সংলগ্ন বিশাল পরিসরে আর্ক নামে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রটি বিগত একযুগ যাবত সেবা দিয়ে আসছে। দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিরা এই প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে পরিচালনা করে আসছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।