কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আড়পাড়া দরগাতলা হতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার চাপরাইল বনখির্দ্দা গ্রামের গোলাম নবীর ছেলে আলমগীর হোসেন (৩৪) ও পৗরসভার ঢাকালে পাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। রোববার ভোরে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া দরগাতলায় অভিযান চালায়। এ সময় আলমগীর হোসেন ও সাদ্দাম হোসেনকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।