ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে রীতিমত সাঁজ সাঁজ রব পড়ে গেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে। দীর্ঘদিন পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ব্যাপক তৎপরতা শুরু করেছে।
যৌথভাবে ইউনিয়নে ইউনিয়নে যেয়ে শীর্ষ নেতারা প্রতিটি ইউনিটকে সচল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠনকে সুসংগঠিত করার সর্বোত প্রচেষ্টা ধরে রেখেছে। তাতে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনসমুহের মধ্যে।
এদিকে কিছুদিন আগেও বিপরীতমুখী পথ ধরে চলতে থাকা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই প্রভাবশালী নেতা এবার ঐক্যবদ্ধভাবে নেতাকর্মী সমর্থকদের সাথে যোগাযোগ রক্ষা করায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির পালে যেন হাওয়া লেগেছে।
উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে এবারের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সকলের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আগামী ২ ডিসেম্বরের সম্মেলনকে সফল ও স্বার্থক করতে প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চান না নেতৃবৃন্দ। যে কারণে মুল দলসহ সংগঠনের প্রতিটি শাখাকে সক্রিয় করতে যার পর নাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
নেতৃত্বভার নুতন কারও হাতে উঠবে নাকি আগের নেতৃত্ব বহাল থাকবে - সেসব বিষয়কে আমলে না নিয়ে মুলত বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী পালনের আগে এবারের সম্মেলনকে ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে নিচ্ছেন তারা। যে কারণে উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন রাত-দিন একাকার করে উপজেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচেচ্ছন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকদের সাথে দফায় দফায় মিলিত হয়ে সফল একটি সম্মেলন উপহার দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের এবারের সম্মেলনকে ঘিরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানিয়েছে তারা একটি সফল সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপক্ষো করছে। সুষ্ঠু রাজনীতি চর্চার জন্য সম্মেলন অনুষ্ঠানের কোন বিকল্প নেই দাবি করে এসব নেতাকর্মীরা জানায় সম্মেলন দলকে যেমন সুসংগঠিত করে তেমনী কর্মী সমর্থক ও নেতাদেরকে উজ্জীবিত করার পাশাপাশি দায়িত্ব সচেতন করে।
যাবতীয় প্রস্তুতি সম্পন্ন জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন, সম্মেলন তদারকি কমিটির যথার্থ ভূমিকার ফলে ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ তৈরী হয়েছে। সফল একটি সম্মেলন উপহার দেয়ার প্রতিশ্রুত ব্যক্ত করে তরুন এ জননেতা আরও বলেন উপকুলীয় জনপদে সদ্য আঘাত হানা ‘বুলবুল’র ধাক্কা সমলে বঙ্গবন্ধুর জম্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালনের পুর্ব মুহুর্তকে স্বরনীয় করে রাখতে তারা বদ্ধ পরিকর।
উল্লেখ্য সর্বশেষ ২০১৪ সালের ২০ ডিসেম্বর শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা গেছে উপজেলার বারটি ইউনিয়নের ৩১ জন করে মোট ৩৭২ জন কাউন্সিলরের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের ৭১ জন নির্বাহী সদস্য ছাড়াও কো-অপ্ট হওয়া ১৫ জনের সমন্বয়ে মোট ৪৫৮ জন কাউন্সিলরের সম্মতিতে নুতনভাবে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারিত হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র’র নেতৃত্বে সাত সদস্যের কমিটি এবারের সম্মেলন তদারকির দায়িত্বে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত কামাল বখত সাকী সাহেবের যোগ্য উত্তরসুরী ফিরোজ কামাল শুভ্রকে দায়িত্ব দেয়ার পর থেকে তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ইতোমধ্যে সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। যৌথভাবে প্রতিটি ইউনিয়নে ছুটে তারা প্রতিটি নেতাকর্মীকে উজ্জীবত করতে সফল চেষ্টা চালিয়েছে।
প্রসংগত উল্লেখ্য আগামী ২ ডিসেম্বও সোমবার নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। এ ছাড়া সম্মেলন উদ্বোধন করবেন সাবেক এমপি ও জেলা আওায়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপিসহ এসএম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি একে ফজলুল হক উপস্থিত থাকবেন। এ ছাড়া সম্মেলনের প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে।