গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৩ কোটি ১০ লাখ ৯ হাজার ৫শ ৭২ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গ্রামীন অবকাঠামোর উন্নয়নে মাটির রাস্তায় ১২টি সেতু-কালভার্ট।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের যাতায়াত ও পানি নিষ্কাশনের সুবিধার্থে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে গ্রামীন মাটির রাস্তায় এসকল সেতু-কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এসকল সেতু-কালভার্ট নির্মাণ শেষ হলে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ নি¤œাঞ্চলের শত শত হেক্টর অনাবাদি জমি ফসলি জমিতে রূপান্তরিত হবে বলে আশা করছেন ঐ অঞ্চলের মানুষ। এনিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন এর সাথে কথা হলে তিনি জানান সেতু-কালভার্টগুলো জরুরি ভিত্তিতে নির্মাণ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেয়া হয়েছে।