‘এন্টিবায়োটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ রোববার (২৪ নভেম্বর) পালিত হয়েছে।
এ উপলক্ষে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রেসক্বাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ডা. ওমর ফারুক, ডা. রাজিব পাল চৌধূরী, সোহরাব হোসেন, শাহআলম প্রমূখ।