গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জিনের বাদশা প্রতারক চক্রের ১ সদস্য সহ ২জনকে আটক করেছে গতকাল নারায়নগঞ্জ ডিবি পুলিশ।
নারায়নগঞ্জ ডিবি পুলিশের এস আই শরিফুল ইসলাম জানান, নারায়নগঞ্জ ফতুল্লা এলাকার মাহমুদুল হাসান এর কাছ থেকে প্রতারণা করে নগদ ৩ লক্ষ ৮৬ হাজার টাকা ও ২০ ভড়ি ম্বর্ণলংকার নেয়ার অভিযোগ এনে গত ৩০ অক্টোবর ফতুল্লা থানায় একটি মামলা করেন মাহমুদুল হাসান। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার থেকে বগুড়ায় ফেরার পথে শনিবার ভোরে মদন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মামলার মুল আসামি তৌহিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
এরপর তৌহিদের দেয়া তথ্যে মতে বিকালে গোবিন্দগঞ্জ শহরের শিবা জুয়েলার্স থেকে শিবু মোহন্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক এবং ওই ২০ ভড়ি সোনা গলানো অবস্থায় উদ্ধার করা হয়। মামলার মুল আসামি জি¦নের বাদশা তৌহিদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথ পুর গ্রামের জহুরুল ইসলামের পুত্র ও বগুড়া আযিযুল হক কলেজের ছাত্র।