ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর আঘাতে দেশের দক্ষিনাঞ্চল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কৃষকেরা ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমান এক্ষতি কাটিয়ে উঠতে রিতিমত মাঠে নেমে পড়েছেন তারা। এ অবস্থায় সবজির চারা কেনার ভীড় দেখাগেছে উপজেলার বিভিন্ন হাট বাজারে। আবারো শীতকালিন সবজি ফলাতে নড়ে চড়ে বসেছেন ভুক্তভোগি চাষিরা।
কনিবার(২৩নভেম্বর) চিতলমারী সদর সবজির চারা বাজারে ক্রেতা আর বিক্রেতার সমাগমে উপচে পড়া ভীড়ছিল চোখে পড়ার মত।
টমেটো, মুলা, ফুলকপি, বাঁধাকপিও মরিচের চারাসহ নানা প্রকার দেশিয় এবং হাইব্রিড জাতের সবজির চারা ক্রয়-বিক্রয় চলছিল দেদারছে।
এসময় চারা ক্রেতা মোঃ আফজাল হেসেন জানান, ঝড়ের ও বৃষ্টির কারণে মৎস্য ঘেরের পাড়ে লাগানো শাক-সবজির সব গাছ মারা গেছে। তাই নতুন করে চারা কিনতে আসছি।
চারা বিক্রেতা সুমান্ত বালাসহ অনেকে বলেন, ঝড়ের কারণে কৃষকের প্রচুর চারা নষ্ট হয়েছে। যা কিছু আছে তা বাজারে এনেছি, দাম ভালো; তবে লাভ হবেনা।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলায় এক হাজার ৫০০ একর ক্ষেতের ফলন্ত টমেটো,মরিচ,ফুলকপি,বাঁধাকপি শাঁক-সবজি, সরিষা, পান, খেসাড়িসহ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যা আর্থিক ভাবে ক্ষতির পরিমান ৩ কোটি ৫৪ লাখ টাকা।
তবে বেসরকারি পরিসংখ্যানে এর পরিমান ১০ গুন বেশী বলে ক্ষতিগ্রস্ত চাষিরা জানিয়েছেন।