পিরোজপুরের নাজিরপুর থানার কর্মকর্তা ইনর্চাজ মো. মুনিরুল ইসলাম (মুনির) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ইনচার্জ হিসাবে র্নিবাচিত হয়েছেন। গত শনিবার পিরোজপুর পুলিশ লাইনসের সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় এক অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠ কর্মকর্তা ইনর্চাজের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পিরোজপুর জেলার সাতটি থানার কর্মকর্তা ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ এ সময় উপস্থিত ছিলেন। নাজিরপুর উপজেলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। এ ব্যাপারে নাজিরপুর থানার কর্মকর্তা ইনর্চাজ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ অবদান শুধু তার একা নয়, থানার প্রত্যেক পুলিশ সদস্যদের ভুমিকা অপরিসীম। তাই এ উপহারটি তিনি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন।