আলোকিত বন্ধু ফোরাম নকলা উপজেলা শাখার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা বন্ধুরা বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে বিজয়ী হয়েছে। তারা ২০১৯ শিক্ষা বর্ষের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসের সকল কার্য্য দিবসে শতভাগ উপস্থিত থেকে এ পুরষ্কারে বিজয়ী হয়। রোববার (২৪ নভেম্বর) সকালে মাদ্রাসার সহসুপার মাওলানা মো. আখরুজ্জামান, উপজেলা বন্ধু ফোরামের সংগঠক মো. মোশারফ হোসাইন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখার সংগঠক মাওলানা মো. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে পুরষ্কার বিজয়ী শিক্ষার্থী বন্ধুদের হাতে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিজয়ী বন্ধুরা হলো- মরিয়ম আক্তার, শান্ত মিয়া, শাহিন মিয়া, বৃষ্টি আক্তার, বিপ্লব মিয়া, হ্যাপি আক্তার, আসিফ মিয়া, তারেক হোসেন, সজিবুর রহমান, জাকিয়া আক্তার, সূচনা আক্তার, ফয়সাল হোসেন, রাজিফুল, ইভা আক্তার, মলি আক্তার, কাজল মিয়া, আল মামুন ও ফয়সাল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ফজলুল করিম, মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান, শওকত আলী, মাহবুব হোসাইন রূপম, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কাজিমদ্দিন, ফুলেছা বেগম, উর্মি আক্তার, কব্দুল হোসেন, আবুল মিয়া ও আমিন মিয়া প্রমুখ।