শ্রীমঙ্গলের ভিমসী ও ভূনবীর গ্রামের ৭টি মন্দির ও একটি দোকান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সেই সাথে গ্রেফতার হয়েছে ৩জন।
শনিবার রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থানা ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিং- এ শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান বলেন, গত ১১ নভেম্বর গভীর রাতে ভূনবীর ও ভিমসী গ্রামের ৭টি মন্দির ও ১টি দোকান থেকে মন্দিরে থাকা বিভিন্ন দেবদেবীর মুর্ত্তি, মন্দিরে পূজার কাজে ব্যবহৃত মালামালসহ দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নোমান মিয়া, শংকর দেব ও কদ্দুছ মিয়াকে গ্রেফতার করে। পরে কদ্দুছের তথ্য মতে ভিমসী গ্রামের ননী চৌধুরীর পুকুর থেকে সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ভর্তি মালামাল উদ্ধার করে।
প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ মো: আবদুস ছালেক ও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: সোহেল রানা।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি পিতলের কলসি, ২টি পিতলের চাড়ি, ৩টি কাসার ঝাঞ্চ, ১টি পিতলের ঝাঞ্চ, ২টি পিতলের ত্রিপদী, ২টি পিতলের শিবকুশ, ৫ জোড়া ছোট করতাল, ১ জোড়া মাঝারি করতাল, ৫ ইঞ্চি উচ্চতার পিতলের ছোট গোপাল, ১টি ঘন্টা, ২টি শঙ্খ, ১টি কাসার লটা, ৪টি স্টীলের ছোট প্লেট, ৮ ইঞ্চি উচ্চতার ২টি পিতলের রাধাকৃষ্ণের মুর্ত্তি।