'গ্রাহকের আস্থা অর্জন, সেবা মাসের প্রত্যাশা পূরণ' - এই স্লোগান নিয়ে দীর্ঘ ২৪বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করলো সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় ব্যাংকের শ্রীমঙ্গল শাখায় ২৪ বর্ষ পূর্তী উপলক্ষে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোশ্যাল ইসলামি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম ব্যাংকের সকল কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন।
পরে ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলাবক্স মসজিদের খতিব মুফতি মাও মোঃ আবদুল মজিদ। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১৯৯৫ সালের ২২ নভেম্বর সোস্যাল ইসলামি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাংকের শ্রীমঙ্গল শাখার যাত্রা শুরু হয় ২০১৮ সালের ১২ জুলাই।