কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পাকুড়িয়া সাজীপাড়া নাম স্থানে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে বি জিবি ৪৭ ব্যাটালিয়ানের অধিনস্ত প্রাগপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি ভারতীয় গাজা এবং ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মদক চোরা কারবারীরা ওই মাদক দ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে বিজিবি সুত্রে জানা যায়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।