বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশকে গড়ে তোলার জন্য কাজ করা শুরু করছিলেন তখন স্বাধীনতা বিরোধী স্বার্থান্বেসি কিছু লোক তার কাজে খুশি হতে পাওে নাই। বাংলাদেশের স্বাধীনতা যারা চান নাই তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
শনিবার লৌহজং উপজেলার মাওয়া কালিরখিল মাঠে মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯এ প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মুন্সীগঞ্জ - ২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি এ কথা বলেন। মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর হাওলাদারের সভাপতিত্বে ও মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ¦ী আশরাফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ওসমান গনি তালুকদার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রশিদ সিকদার।পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিহত আওয়ামী লীগ নেতাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলী আকবর হাওলাদারকে সভাপতি ও হাজ¦ী আশরাফ হোসেনকে সাধারন সম্পাদক করে তিন বছরের মেয়াদে মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। তারা দুই জনই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
সভায় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ও আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির ও রফিক ঢালী লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহাম্মেদ ও সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ,, মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হামদিুল ইসলাম চঞ্চল, সাধারন সম্পাদক শেখ জামান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, সাধারন সম্পাদক সেলিম দেওয়ান, প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবুল, মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লৌহজং উপজেলা ছাত্র লীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন, সাধারন সম্পাদক অনয় হাসান বেপারী, আতাউর রহমান অরুন, আলী আকবর, দিনু খান,বাবুল বেপারী, সৌরভ হোসেন রনি,রফিক হোসেন,আবুল কাশেম, মোশারফ হোসেন দুলাল, ছনা রমন দাস, সালাউদ্দিন আহাম্মেদ, হালিম মেম্বার, মাসুম আহাম্মেদ, নাদিম হোসেন প্রমূখ।।