উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিবো প্রতিটি নবপ্রাণে এ স্লোগানে নাঙ্গলকোট উপজেলার ২০২০ সালের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের ক্যারিয়ার ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক কাউন্সেলিং প্রোগ্রাম শনিবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্টস্ ইউনিয়ন অব নাঙ্গলকোটের (ডিউসান)। ডিউসান সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল আফসার, ডিউসানের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, মো: জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক জোনায়েদ বাগদাদী, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় এক হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। ডিউসানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক গাইডসহ মোট এক হাজার বই বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত পঞ্চাশ শিক্ষার্থীকে সংগঠনটির অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শনে নেয়ার ঘোষণা দেয়া হয়।