আশাশুনি উপজেলার শ্রীউলায় জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধুকে মারপিট, বাড়ি ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের শাহজাহান মোড়লের সাথে একই গ্রামের ইউনুছ মোড়ল দিং’র জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শাহজান মোড়ল জনৈক ইউনুছ আলী মোড়লের পিতা আনারুল মোড়লের নিকট থেকে সাড়ে ৮৬ শতক জমি রেজিষ্ট্রি করে ক্রয় করেন। আনারুল মোড়লের মৃত্যুর পর তার ওয়ারেশগণ ওই সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে মৃত আনারুল মোড়লের ছেলে ইউনুছ মোড়ল, তার ছেলে আছাফুর রহমান, মেয়ে সাহিদা খাতুন, রোকেয়া খাতুন, বিউটি খাতুন ও স্ত্রী আমেনা খাতুনসহ আরও ৫/৬জন শাহজান মোড়লের বাড়ীতে প্রবেশ করে শাহজানের স্ত্রী মনজুয়ারা খাতুনকে পিটিয়ে আহত করে। আহত মনজুয়ারার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় গ্রাম পুলিশের সহযোগীতায় শুক্রবার সন্ধ্যায় আহত মনজুয়ারাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।