চায়ের রাজধানী খ্যাত ও দেশে শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের চা শিল্পাঞ্চলজুড়ে শীত পড়তে শুরু করেছে। উপজেলাজুড়ে এখন অনুভুত হচ্ছে শীত।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। রাতে ও ভোরে কুয়াশাও পড়ছে। গাছের পাতা আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। দিনের বেলা তাপমাত্রা একটু বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে শীত অনুভুত হতে থাকে। রাতে অনেকেই কম্বল বা কাঁথা গায়ে জড়িয়ে নিচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
এটিই চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়াতেও ১৪ ডিগ্রি সেলসিয়াস।