প্রায় দেড় যুগ পর আজ ২৪ নভেম্বর খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে একদিকে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজ করছে। অন্যদিকে প্যানা আর তোরণে তোরণে সজ্জিত হয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। সম্মেলন মঞ্চ সাজানো হয়েছে নৌকা আকৃতিতে। পাইকগাছা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তাছাড়া গত কয়েক মাস ধরে কে হবে আগামী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বা সম্পাদক তা নিয়ে সরগম ছিলো রাজনীতি অঙ্গন। ২৩ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে আজ ২৪ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০০৩ সালের ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনি অনুপ্রবেশকারীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করায় চরম ক্ষোভ ও হতাশা লক্ষ করা গেছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ মো. নূরুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মো. আনোয়ার ইকবাল মন্টু। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক মলঙ্গী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
ইতোমধ্যে সম্মেলনকে ঘিরে ব্যাপক মাইকিং প্যানা গেইট, পোষ্টারিং সহ প্রচার-প্রচারণা করা হয়েছে। ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার তৃনমূলের দলীয় নেতা-কর্মীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলের তৃনমূল নেতা-কর্মীদের দাবী এবারের সম্মেলনে প্রবীন-নবীনদের সম্বন্বয়ে পরীক্ষিত সৎ-মেধাবী, সদালাপি, লাঠিবাজ, মাদক, জামাত-বিএনপির প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত নেতাদের সভাপতি-সম্পাদক সহ কমিটিতে দেখতে চায়। অভিযোগ উঠেছে, সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা চায়ের স্টলে দলের ভিতর ও বাহিরের কিছু লোক দলীয় নেতা-কর্মীদের মধ্যে দিকভ্রান্ত ও বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। কারোর মতামত না নিয়ে কাউকে ক্ষতি বা খুশি করতে বিশেষ করে সভাপতি-সম্পাদক পদে "অমুকে" দেখতে চাই বলে ছবি ও নাম উল্লেখ করে গুজব ছড়া হয়েছে। এ মুহুর্তে এরা সুযোগ বুঝে বিভেদ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে এমন টাই লক্ষ্য করার কথা অনেকেই মন্তব্য করেছেন। এ ধরনের কোনো গুজবে কান না দেবার কথা বলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহামামদ আলী সম্মেলন সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।
সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। সদস্য সচিব মো. রশীদুজ্জামান এর সঞ্চলনায় ও আহ্বায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং প্রধান বক্তা কার্য নির্বাহী কমিটি সদস্য এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি অ্যাড. শেখ মো. নূরুল হক, অ্যাড. সোহরাব আলী সানা এবং বর্তমান সাংসদ আক্তারুজ্জামান বাবু, বক্তব্য রাখবেন জেলা ভারপ্রাপ্ত সাধাধারন সম্পাদক সুজিত অধিকারী, যুগ্ন সাধারণ সম্পাদক শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, আবদুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু ও আনন্দ মোহন বিশ্বাস।