মোহনা টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ শিপার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহীদুল আলম ইমরান। বিশেষ অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট বাপ্পী চৌধুরী।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রতিনিধি জাকারিয়া মোহাম্মদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাধাপদ দেব সজল, শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজল, সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, হবিগঞ্জ প্রতিনিধি মো. ছানু মিয়া, ছাতক প্রতিনিধি মাহমুদ আলম প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সিলেট বিভাগের প্রতিনিধিদের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে আরো দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। পরে সবাই মধ্যাহ্নভোজে মিলিত হন।