শশুড় বাড়ির জমি দখলের চেষ্টা করে ত্রাসের অভিযোগে মেয়ে জামাতার বিরুদ্ধে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভূক্তোভোগি পরিবার। প্রশাসনের সহযোগিতা চেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর ৭নং ওয়ার্ড কাউনিয়া সাবান ফ্যাক্টরী এলাকার মৃত ফারুক সিকদারের স্ত্রী ফরিদা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন বিধবা নারী। অতিদুঃখের সাথে জানাচ্ছি আমার সাত ছেলে-মেয়ের মধ্যে বড় মেয়ে জীবননেছা সম্প্রতি সময়ে একই এলাকার মনির হোসেনকে পরিবারের অমতে বিয়ে করে। আমরা এখন পর্যন্ত পারিবারিকভাবে কেউ ওই বিয়ে মেনে নিতে পারিনি। এরইমধ্যে মেয়ে জামাতা মনিরের অত্যাচারে আমরা চরম অসহায় হয়ে পরেছি। সে (মনির) কৌশলে আমাদের মিথ্যে মামলায় জড়ানোর হুমকি দিয়ে সহায় সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, মনির হোসেন পুলিশের খাতায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ১৯৯৯ সালে মাদারীপুরে ফেন্সিডিলের চালান আনতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিলো। পরবর্তীতে সে হাইকোর্ট থেকে জামিন লাভ করে। ২০১৭ সালের সাবান ফ্যাক্টরির মনিরের নিজ দোকান থেকে পুলিশ তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে।
বিধবা ফরিদা বেগম মনির হোসেনের হাত থেকে তাদের সম্পত্তি রক্ষাসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ফরিদা বেগমের পুত্র মিলন সিকদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।