নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে গত নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ মো: রবিউল আলম বুলেট বলেছেন, সারাদেশ আজ কারাগার। সরকার ২৫ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দিনের পর দিন কাটছে তাদের হয় কারাাগারে, নয়তো কোর্টের বারান্দায়। তিনি বলেন, আমরা কোর্টের কাছে ন্যয় বিচার পাইনি। সরকারী মদদে আইনি প্রক্রিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এখন অসম্ভব। তাই আচিরেই কঠোর গণআন্দোলনের মাধ্য দিয়ে গণতন্ত্রের মা’কে মুক্ত করে আনা হবে। এজন্য সারাদেশে তৃণমূলের সাধারণ মানুষেরা আজ বিএনপির পতাকাতলে একত্র হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত ভীমপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মো: মোজাম্মেল এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো: আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক এ,কে,এম,শফিকুল ইসলাম শফিক, সদস্য আফতাব উদ্দিন প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর এতে প্রধান অতিথি এবং সদস্য আমিনুল ইসলাম আমিন, সদস্য ও জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক ভিপি এনামুল হক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, সাধারণ সম্পাদক এনামুল হক, হাতুড়্ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর মাষ্টার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তাবু, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম ইয়াজদানী শাম্মী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক কিউ,এম,সাঈদ টিটো, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক, সহ-সভাপতি কাজী আবদুস সোবহান, খাইরুল ইসলাম, মোত্তালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শান্ত, যুবদলের নেতা এরশাদ আলী, উজ্জ্বল হোসেন, শেফা, দূরন্ত, সাইদুর রহমান, পিন্টু, আমিন, বাদল, গিয়াস উদ্দিন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মাষ্টার, স্বেচ্ছাসেবক দলের নেতা হাতেম আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মঈনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চঞ্চল রহমান, জেলা ছাত্রদলের নেতা আতিকুর রহমান, রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ,কে,এম,মাসুদুর রহমান টিক্কা, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, আবদুল খালেক, সোহেল, ভাষন, সোহেল রানা মৃধা শাপলা, রণি মন্ডল, সামিউল ইসলাম সোহাগ, হিরন আহমেদ, নাজমুল হাসান, সোহেল রানা তোতা, সোহাগ প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত ভীমপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন, সভাপতি কামরান মালিক খান, সহ-সভাপতি আলহাজ¦ মো: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, ১ নং সদস্য আবুল কাশেম।