রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ ৩২ নং ওয়ার্ডের কারীগরী প্রশিক্ষণ কেন্দ্র, সামনে পাকা রাস্তা হতে ২০ পিস ইয়াবাসহ আসামি মোঃ শামীম @, পিচ্চি শামীম (১৯), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং- গলাকাটা মোড়, থানাঃ তাজহাট, আরপিএমপি -কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ কোবারু মৌজাস্থ বুড়িরহাট ভাই ভাই জুট মিল গেটের সামনে হতে ৫০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ সুজন মিয়া (২৭),পিতা-মোঃ শাহান-শাহ্, সাং-নীলকচন্ডী, থানা-গঙ্গাচড়া, রংপুর হাতেনাতে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ধারায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত, কোতোয়ালি থানায়-৫ জন, তাজহাট থানায়-৪ জন, মাহিগঞ্জ থানায়-২ জন, হারাগাছ থানায়-৩ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-২ জনসহ মোট-১৮ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৪ টি মামলা দায়ের করা হয়।