কয়রায় স্ত্রী কর্তৃক হয়রানী মুলক মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ছোট আংটিহারা গ্রামের রেজাউল গাজীর পুত্র আবদুর রউফ গাজী। গতকাল ২৩ নভেম্বর বিকাল ৪ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, আমার স্ত্রী আমেনা খাতুন আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সম্প্রতি আমাকে ফাসানোর জন্য আমার স্ত্রী অন্য এক নারীকে অসুস্থতা অবস্থায় হাসপাতালে ভর্তি করে অসুস্থ নারীর নাম না ব্যবহার করে সেক্ষেত্রে আমার স্ত্রীর নাম ঠিকানা ব্যবহার করে সার্টিফিকেট গ্রহন করে। সেই সার্টিফিকেট দেখিয়ে আমার বিরুদ্ধে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। প্রকৃত ঘটনা হলো যে হাসপাতালে ভর্তিকৃত অসুস্থ মহিলা কয়রার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের মামলার তদবিরকারী জনৈক হযরত কাদিয়ানীর স্ত্রী ফাতেমা বেগম। শুধু মাত্র মামলা করার জন্য ফাতেমার স্থলে তথ্য গোপন করে আমার স্ত্রী আমেনার নাম ঠিকানা ব্যবহার করা হয়। যার তথ্য প্রমান আমার কাছে আছে। ইতঃপূর্বে আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে সেই মামলায় আমি জামিন পেলে আবারও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ফাসোনোর চেষ্টা করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তপুর্বক প্রকৃত ঘটনা উৎঘাটন করার পাশাপাশি মিথ্যা হয়রানী মুলক মামলার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।