রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মিকচার মেশিন উল্টে আফজাল মন্ডল (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল মন্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আলিমুদ্দিন মন্ডলের ছেলে।
নিহত আফজাল মন্ডলের ছেলে কাউসার বলেন, সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো আমার পিতা সহ অনান্য শ্রমিকেরা ছাঁদ ঢালাই কাজের উদ্দেশ্যে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী ওঠার রাস্তার একটি তালগাছের গুড়ির সাথে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নছিমন সহ মিকচার মেশিন উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সৌরভ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।