পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার পৌর খালপাড়ায় এক সংখ্যালঘুর জমি দখল করে মাদ্রাসা নির্মাণের পায়তারা করছে একটি চক্র। শুক্রবার সকালে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করলে জমির মালিক মৃত. বেনু রানীর বড় ছেলে যুবক দাস থানায় খবর দেন। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর তারা আবারো কাজ শুরু করে দেয়। এ ঘটনায় অসহায় সংখ্যালঘু পরিবারটির মধ্যে হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভ’ক্তভোগী পরিবারটি।
মৃত. কালীপদ দাসের বড় মেয়ে মনি রানী জানায়, পুরাতন পঞ্চগড় মৌজার ৩৫৮ নং খতিয়ানের মালিক পিয়ার উদ্দীনের ছেলে রাজু পাটোয়ারীর কাছে বেনু রানী ১৯৯৪ সালে ৩শতক জমি ক্রয় করেন। পর্যায়ক্রমে ১৯৯৮ সালে ৩শতক ও ২০০১ সালে ২ শতক জমি ক্রয় করেন। মা-বাবা ও আমরা ৬ ভাই-বোন বসবাস করে আসছি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর মা মারা যান। তাদের মৃত্যুর পর থেকে একটি চক্র বিভিন্ন কৌশলে জমিটি দখলের পায়তারা করছে। জমিটি দখলের জন্য কখনো পানির ট্যাংকী, কখনো মাদরাসা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই চক্রটি। এবার জোরপূর্বক তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার সাইনবোর্ড টানিয়ে একটি টিনের চালা নির্মাণ করেছে।
কালীপদ দাসের বড় ছেলে যুবক দাস বলেন, আমরা অসহায়, গরীব। ওরা দলবল নিয়ে আসে ঘর নির্মাণ করতে। প্রশাসন সহযোগিতা না করলে জমিটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে। যুবক দাস আরও বলেন, জমিটির দলিল করাকালীন সময়ে আরএস রেকর্ড চলমান ছিলো। সে সময় মা অসুস্থ থাকায় জমিটি রেকর্ড ভ’ক্ত করতে পারেনি। এতে ভিন্ন মালিকদের নামে রেকর্ড হয়। আমাদের দলিল থাকলেও তারা এই রেকর্ড মূলে জমিটি দাবি করছেন। আমরা আরএস রেকর্ড সংশোধনের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ বলেন, ২০১৬ সালে জমিটি মাদ্রাসা নির্মানের জন্য পিয়ার উদ্দীন দান করেন।
পৌর খালপাড়া এলাকার মোছা: মাহফুজা বেগম, মো: আশরাফুল ইসলাম, আবদুল জলিল ও লাভলী বেগম, জানান, এই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করা হয়। মাদক বন্ধে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েও সফল হতে পারিনি। এই এলাকায় একটি মসজিদ নেই, মাদ্রাসা নেই। আমরা নামাজ পড়তে যাই দুই থেকে তিন কিলোমিটার ঘুরে। এই জমির বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তারা কাগজপত্র দেখাতে পারলে আমরা এই জমি ছেড়ে দিয়ে অন্যত্র মাদ্রাসা বা মসজিদ নির্মাণ করবো।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার এসআই মো: জাহিদ বলেন, ঘটনাস্থলে দু-বার গিয়েছিলাম। মসজিদ নির্মাণের পক্ষের লোকজন বলছে, মরহুম পিয়ার উদ্দীন এই জমিটি দান করেছেন। অপরদিকে কালী পদের ছেলে-মেয়েরা বলছে, জমিটি তার মা বেনু রানী রাজু পাটোয়ারীর কাছে ক্রয় করেছে। তাই জমির কাগজপত্র দেখে এ বিষয়ে কথা বলার জন্য উভয়পক্ষকে সময় দিয়েছি। এর আগে ওই জমিতে কেউ কিছু না করার পরামর্শ দিয়ে এসেছি।
পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: আশরাফুল ইসলাম বলেন, ওই জমিটির কয়েকজন মালিক বের হয়েছে। তাই উভয় পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে বসার জন্য বলে এসেছি।
পঞ্চগড় পৌরসভার মেয়র মো: তৌহিদুল ইসলাম বলেন, ওই জায়গায় দীর্ঘদিন ধরে একটি মাদ্রাসা ছিল। কালীপদ দাসের পরিবার জমিটি দাবি করলে বৈধ কাগজপত্র দেখালে আমরা বসে সমাধানের চেষ্ঠা করবো।
পঞ্চগড় সদর থানার ওসি মো: আক্কাছ আহম্মদ বলেন, বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।