একসময় পাট ছিল বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। কালের আবর্তনে হারিয়ে গেছে পাটের সেই জৌলুস। পাটের জায়গা দখল করেছে তৈরি পোশাক। অর্থাৎ এখন তৈরি পোশাকই বাংলাদেশের রপ্তানি অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এটি অবশ্যই ইতিবাচক। তবে পাটের সুদিন হারিয়ে যাওয়াটা মোটেই আশাব্যাঞ্জক নয়।
পাটের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রস্তাবনা সর্ব সম্মতিক্রমে জাতিসংঘে গৃহীত হয়েছে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এই প্রস্তাবনাটি জাতিসংঘে উত্থাপন করে। তিন মাস দর কষাকষির পর জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে প্রস্তাবনাটির পক্ষে আনতে সক্ষম হয় বাংলাদেশ। আর এটি গত বৃহস্পতিবার পাস হয়। ভারত, চীন, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মিসর, নাইজেরিয়াসহ ৬৮টি দেশ প্রস্তাবনাটি সমর্থন করে। আমরা আশা করি, জাতিসংঘের এই প্রস্তাব গ্রহণ পাট উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আমাদের এই দেশে পাটের সুদিন ফিরিয়ে আনতে সহায়ক হবে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গৃহীত প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম প্রস্তাবনা, যেখানে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে লাভজনক কৃষি পণ্য পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর চ্যালেঞ্জ ও সম্ভাব্যতা তুলে ধরা হয়েছে। এই প্রস্তাবনা পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুজাত পণ্যের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও সুনিপুণ ‘গ্লোবাল ভ্যালু চেইন’ এর পথ সুগম করলো। এর ফলে বৈশ্বিকবাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের পাট চাষি ও পাট ব্যবসায়ীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।
বাংলাদেশের লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাট ও পাটজাত দ্রব্য ব্যবহারের বিষয়টি তুলে ধরা। এ ক্ষেত্রে সব দেশকে একীভূত করতে অন্যান্য প্রাকৃতিক তন্তুগুলোকেও নিয়ে আসা হয়েছে। প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাবনা পাস করাতে আন্তর্জাতিক এই সমর্থন আমাদের প্রয়োজন ছিল। প্রস্তাবনাটি প্রাকৃতিক আঁশ ব্যবহারের সুবিধা ও কৃত্রিম তন্তু যেমন প্লাস্টিক ব্যবহারের অসুবিধাÑএসব তুলে ধরার মাধ্যমে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনরোধে ভূমিকা রাখবে। এছাড়া, প্রস্তাবনায় সদস্য দেশগুলোকে পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর ব্যবহার বিষয়ে নতুন নতুন আইন, নীতি ও পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে, যা একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয়।
অনেক সমস্যায় জর্জরিত এই দেশে দুএকটা সুখবর আমাদের আশ^স্ত করে। বর্তমান সরকার পাটের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এখন দায়িত্ব হচ্ছে এগুলোকে নিয়মতান্ত্রিক ও সুনিপণভাবে সম্পাদন করা। এই লক্ষ্য পূরণে যোগ্য ও সৎ ব্যক্তিদের দিয়ে কাজ করাতে হবে। পাশাপাশি আরও গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। খাদ্যশস্য উৎপাদনের সাথে সাথে তন্তুজাত ফসল উৎপাদনেও যথাযথ গুরুত্বারোপ করতে হবে। আমরা আশা করি, জাতিসংঘে গৃহীত প্রস্তাবটির ফলে পাট রপ্তানিতে ন্যায্যমূল্য এবার নিশ্চিত হবে এবং দেশীয় কৃষকেরা লাভবান হওয়ায় পাট চাষে আগের মতো আগ্রহী হবে এবং অল্পদিনের মধ্যেই এদেশে পাটের সুদিন ফিরে আসবে।