রোহিঙ্গা সমস্যার মতো বাংলাদেশের জন্য আরও একটি ‘মহামারি বড় সমস্যার’ ইঙ্গিত বইছে ভারতজুড়ে এনআরসি আতঙ্ক। রোহিঙ্গা স্টাইলে গত কয়েকদিনে ভারতের এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জিতে নাগরিকত্ব হারানোর শঙ্কায় বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েই চলেছে। কেউ কেউ বলছেন, ভারতে অনিশ্চিত নাগরিকত্বের গ্যাড়াকলে পড়া ১৯ লাখ বাসিন্দারাই অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে।
গত ২০ দিনে কেবল ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত দিয়েই অনুপ্রবেশ করেছে প্রায় ২ শতাধিকের ওপরে। সর্বশেষ হিসাবে গত দুই সপ্তাহে এ সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে তিন শতাধিক। অনুপ্রবেশকারীরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানায়। তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে ইতোমধ্যে। খালিশপুরস্থ ৫৮ বিজিবির সদস্যরা ভারতীয় এসব অনুপ্রবেশকারীকে আটক করে।
আমরা আশঙ্কা করছি, এনআরসি আতঙ্কে ভারত থেকে পালিয়ে নাগরিকদের বিষয়ে এখনি কার্যকর পদক্ষেপ না নিলে রোহিঙ্গা সমস্যার মতো আরও একটি বড় সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশের জন্য। গত ১৫ দিনের হিসেবে, ৭৫ নারী, ৬৪ পুরুষ ও ৬৪ জন শিশু অনুপ্রবেশকারীকে আটক করা হয় বলেও জানায় বিজিবি। এছাড়া চলতি নভেম্বরের ১৫ দিনে আটক ১৫৭ জনকে মহেশপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। চলতি মাসের ১৩ নভেম্বর ৩৩ জন ও ১৪ নভেম্বর ৪৯ জনসহ মোট ৮২ জনকে আটক করে বিজিবি। এটাই বিজিবির হাতে আটক হওয়া বড় সংখ্যার অনুপ্রবেশকারী দল বলে জানায় বিজিবি। যে সংখ্যক অনুপ্রবেশকারী আটকের কথা বলছে বিজিবি, সে সংখ্যা তার চেয়েও কয়েকগুণ বেশি বলে স্থানীয়রা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে। বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়েই অনুপ্রবেশ করছে বলেও জানায় তারা।
বিজিবি বলছে, যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদের বেশির ভাগই মুসলমান। এরা এনআরসি আতঙ্ক ও স্থানীয় নির্যাতনে ভারত ছেড়ে আসছেন। তারা আর ভারতে যাবেন না বলে বিজিবির কাছে জানিয়েছেন। সহায়-সম্বল নিয়ে তারা এদেশে চলে এসেছেন। মহেশপুর উপজেলার জলুলী, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাচ্ছে বলেও জানায় বিজিবির একটি সূত্র।
আমরা মনে করি, এনআরসির কারণে নাকি অন্য কোনো কারণে ভারত থেকে অনুপ্রবেশ করছে তা আগে খতিয়ে দেখতে হবে। অনুপ্রবেশকারীরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে এবং অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাহলে এটা ভিন্ন ব্যাপার। তাদরেকে অবশ্যই ফেরত আসতে হবে। কিন্তু এদের মধ্যে যদি ভারতীয় নাগরিক থাকে তাহলে সীমান্তবর্তী জেলা প্রশাসন ও সরকারকে খতিয়ে দেখতে হবে যে তারা আসলে কোন দেশের নাগরিক।