ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বিমান থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার 'গাঙচিল'-এর একটি সিটের পেছনের স্ক্রু খুলে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন জানান, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার গাঙচিলের বিজি ০৪৮ ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে বলে কাস্টমসের কাছে তথ্য ছিল। বিমানটি শনিবার সকাল ৬টা ১০ মিনিটে বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তাতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি সিটের পেছনর স্ক্রু খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, উদ্ধার স্বর্ণবারগুলোর মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম, দাম ২ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের সন্ধানে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বিমানের সিটের ভেতরে স্বর্ণের বার রেখে পাচারের ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের কর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
এর আগে গত বুধবার একটি উড়োজাহাজের সিটের পাইপের ভেতরে লুকানো অবস্থায় প্রায় ৯ কেজি ওজনের ৭৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।