আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) চলছে। সম্মেলনের মাধ্যমে ‘সৎ ও প্রতিশ্রুতিশীল’ নেতৃত্ব খুঁজছে যুবলীগ। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, এমন নেতা নির্বাচিত করা হোক যারা সংগঠনকে যুব সমাজের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারবেন। যাতে ক্যাসিনো কর্মকান্ডের মতো কোনো অপকর্মের ঘটনা যেন না ঘটে। সঙ্গতকারণে এবার সংগঠনে স্থান পাবেন পরিচ্ছন্ন, দক্ষ ও ত্যাগী নেতারা-এমনটি প্রত্যাশা সবার।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যুবলীগের শীর্ষ দুই পদের জন্য আলোচনায় আছেন-সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির দুই ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি ও শেখ ফজলে শামস পরশ ছাড়াও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম ও আরেক ছেলে শেখ নাঈম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগের বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন ও মহিউদ্দিন আহমেদ মহিসহ আরো কয়েকজন।
এছাড়া আলোচনায় আছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এন আই আহমেদ সৈকত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল বিপ্লব এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সাবেক সভাপতি নুসরাত জাহান নুপুরসহ বেশ কয়েকজন। এখন যুবলীগের নতুন কমিটি ঘোষণার অপেক্ষায় সবাই।