কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘গচিহাটা বিদ্যানিকেতন’ ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাসস্ট্যান্ড সংলগ্ন স্কুল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।
বনগ্রাম আনন্দকিশোর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম হাসানের সভাপতিত্বে তাহমিনা কবীর ও জেবা তাসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সহশ্রাম ধূলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলতাব উদ্দিন শাহীন। বক্তব্য রাখেন শফিকুর রহমান মোগল, আবদুল আওয়াল, জাহেদুর রহমান জাহিদ, ওয়ালিউল্লাহ, উম্মে শারমিন কবীর, জালাল উদ্দিন, শামসুল আলম প্রমুখ। বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।