ছেলের চাকরিচ্যুতির সিদ্ধান্ত বাতিল ও চাকরি পুণর্বহালের দাবিতে আমরণ অনশনে থাকা বীরমুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত গুরুত্বর অসুস্থ হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে জেলা প্রশাসক আসিব আহসানের নির্দেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রঙ্গলালকে হাসপাতালে ভর্তি করায়। 
এরআগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই মুক্তিযোদ্ধা। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অনশন স্থলেই স্যালাইন দেয়াসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। 
এদিকে চতুর্থ দিনের মতো রঙ্গলাল মহন্তের পরিবারের সদস্যরা বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সম্মুখে আমরণ অনশন অব্যহত রেখেছে। তবে দিন গড়িয়ে সন্ধ্যার পর খোলা আকাশের নিচে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে নিদারুণ কষ্টে রাত কাটাতে হচ্ছে রঙ্গলালের পরিবারকে। 
জানা গেছে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রাম থেকে ছেলের চাকরি পুণর্বহালের দাবিতে আমরণ অনশন শুরু করে মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্তের পরিবার। ওই দিন এই মুক্তিযোদ্ধা ছেলের চাকুরি ফেরত না দেয়া হলে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেঁচে থাকাকালীন সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বর্জনের ঘোষণা দেন।
এদিকে গেল চার দিনে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার কোন প্রতিনিধি বা ঊর্ধ্বতন কর্মকর্তা এই মুক্তিযোদ্ধার পরিবারের সাথে যোগাযোগ করেনি বলে জানা গেছে। এ ব্যাপারে রঙ্গলাল মহন্তের ছেলে চাকুরিচ্যুত সাধন চন্দ্র মহন্ত বলেন, আমার বাবা আজ অসুস্থ। ব্যাংকের কোন কর্মকর্তা, স্যাররা কেউ দেখতে আসেনি। 
সাধণ চন্দ্র আরও বলেন, ২০১২ সালের ১৫ জানুয়ারী থেকে সততার সাথে চাকরি করছি। হঠাৎ ১ হাজার ৫০ টাকার হিসেব গড়মিলের অভিযোগ তুলে তাকে ষড়যন্ত্র করে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। অথচ একই অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ অন্যজনকে চাকুরিতে বহাল রেখেছে। সিসিটিভির ফুটেজ দেখে পুন:তদন্ত করলে সে নির্দোষ প্রমাণিত হব। 
এদিকে মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত বলেন, তার ছেলে মুদ্রা নোট পরীক্ষক সাধন চন্দ্র মহন্তের বিরুদ্ধে হিসেবের গড়মিলের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত না করেই সাধনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 
তিনি আরও বলেন, যে কারণে আমার ছেলেকে চোর সাজানো হয়েছে। সেই একই অভিযোগ থাকা সত্বেও পুন: মুদ্রা নোট পরিক্ষককে লঘু শাস্তি দিয়ে চাকরিতে বহাল রাখা হয়েছে। অথচ সাধন চন্দ্র মহন্তকে ষড়যন্ত্রের বেড়াজালে ফেলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে কৌশলে চাকরিচ্যুত করা হয়েছে। যা মুক্তিযোদ্ধা ও সন্তানের অন্যায়-অবিচার। 
এসময় দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলেকে চাকরিতে বহালের দাবিও জানান। দাবি আদায় না হলে মৃত্যুর আগে এবং পরে সকল রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ সুবিধা বর্জনের কথা জানান মুক্তিযোদ্ধা রঙ্গলাল মহন্ত।