নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ও নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ ও বিকালে নিতপুর দলীয় কার্যালয় প্রাঙ্গনে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন দু’টির সভাপতি শহিদুল্লাহ শাহ্ ও আবদুল মাতিন সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। সম্মেলনে দু’টিতে প্রধান অতিথি শহিদুল্লাহ্ শাহ্কে সভাপতি ও ফারুক হোসে মিঞাকে সাধারন সম্পাদক করে তেঁতুলিয়া ও এনামুল হককে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক করে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করেন। এ সময় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবাইদুল্লা শেখ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।