খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন একদিন পিছিয়ে ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় একদিন পেছানো হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে ১০ ডিসেম্বর। দীর্ঘ ১৫ বছর পর চলতি মাসের ২৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে নেতাকর্মীরা। প্রতিদিন দলীয় কার্যালয়ে বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি। প্রধান প্রধান সড়কে অসখ্য তরণ নির্মাণ করা হয়েছে।
সম্মেলন সফল করতে ইতোমধ্যে জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা মতবিনিময় করেছেন উপজেলা পর্যায়ের নেতাদের সাথে। একাধিক দলীয় বর্ধিত সভা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় পৌর সদরে বের করা হচ্ছে আনন্দ মিছিল। সভাপতি, সম্পাদক সহ সম্ভাব্য দলীয় প্রার্থীরা ছুটছেন তৃণমূল নেতাদের কাছে। সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ।