দাকোপে বেসরকারী সংস্থা রুপান্তরের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিকদল ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অপরাজিতাদের কার্যকারী যোগাযোগ বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে গত বৃহস্পতিবার সকালে পৃথক দুটি সেশনে ওরিয়েন্টশনটি অনুষ্ঠিত হয়। রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর রাবেয়া বসরীর সঞ্চালনায় ১ম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। ২য় পর্বে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। আলোচনা করেন দাকোপ উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ শাকিল আহম্মেদ দিলু, জাতীয় পার্টির সদস্য সচীব জাহাঙ্গীর মোল্যা, সিপিবির সহসাধারণ সম্পাদক সমীরন রায়, ইউনিয়ন লিডার বিথিকা রায়, রুপালী মীর্জা, মলিনা জোয়াদ্দার, দেবলা গাইন, দান কুমারী, কণিকা গোলদার, বেবী নাজমিন, দীপ্তি রায়, রওশন আরা বেগম, মনিকা গাইন, সন্ধ্যা গাইন প্রমুখ। এ ছাড়া রুপান্তরের অর্থ সুমন চন্দ্র চন্দ্র, জেলা প্রজেক্ট কর্মকর্তা মিতা রায় উপস্থিত ছিলেন। সার্বিক সহায়তা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল। ওরিয়েন্টশনে অপরাজিতাদের রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ধারনা দেওয়া হয়।