নওগাাঁর রাণীনগরে বিনা মূল্যে আইনে সহায়তা সম্প্রসারণ করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার ঢাকার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি একেএম শহীদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।
খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের উদ্যোগে ’বঙ্গবন্ধু সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইড আইনে সেবাদান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খট্রেশ্বর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু। অনুষ্ঠান সঞ্চাললানায় ছিলেন নূরুজ্জামান বুলবুল জেলা প্রগ্রাম কর্মকর্তা অপরাজিতা খান ফাউন্ডেশন নওগাঁ।