বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মেগা প্রজেক্ট থেকে লুটপাটের পর এবার সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে লুট করছে ক্ষমতাসীনরা। অপরদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন চলছে আওয়ামী অর্থনীতি। এ অবস্থায় তাই বাজার নিয়ন্ত্রনে ব্যর্থ সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুপ্রিম বার মিলনায়তনে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে বিরোধী মত দমনে নির্যাতন চলছে বলে অভিযোগ করেন, বিরোধী নেতারা। বলেন, প্রশাসনসহ সব ক্ষেত্রে দলীয়করনের পাশাপাশি চলছে লুটপাট।
জনগনকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকারের পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন সম্ভব নয়। কারণ, ব্যবসায়ি সংগঠনগুলো এরইমধ্যে আওয়ামীকরণ করা হয়েছে। এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে।