বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার পয়সাবন্দরে বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় ভয়াবহ আগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ওই বাজারের ব্যবসায়ীরা। পেট্রোল তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাজারের পেট্রোল ও তেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়া’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় রনি এন্টারপ্যাইজসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করেন।
আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সকলার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন হয়েছে।
ফায়ার সার্ভিসের বরিশাল জেলা উপ-পরিচালক ফারুক হোসেন ও গোপালগঞ্জ জেলা উপ-পরিচালক জানে আলোম বলেন, আমরা দুই ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। হতাহতের কোন ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, এখনো ঘতির প্ররিমান নিরধারণ কাজ চলছে। ক্ষাতিগ্রস্থদেরকে সরকারি ভারে অর্থ ও ঢেউটিন দেওয়া হবে।