বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বহুমুখী সাইক্লোন শেল্টার, ঝড় শহনশীল ঘর ও ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়ি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন পরিদর্শনে এসে বলেন, ‘২০৩০ সালের মধ্যে প্রয়োজন সাপেক্ষে দুর্যোগ প্রবণ এলাকার সকলে ঝড় শহনশীল ঘর পাবে। শুক্রবার বেলা ৮টায় তিনি বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
তিনি বলেন প্রতিটি ঘর হবে একটি মিনি সাইক্লোন শেল্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নতুন পরিকল্পনায় কাউকে আর দৌড়ঝাপ করে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হবেনা’।
বাগেরহাট জেলা এডিএম মো. শাহিনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান শাজাহান আলী খান এ সময় তার সাথে ছিলেন।