আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ৭ম জাতীয় কংগ্রেস আগামী ২৩ নভেম্বর। এরপরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সম্মেলন বা কমিটি গঠিত হবে। সম্মেলনে শীর্ষ নেতৃত্ব পেতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা।
এক্ষেত্রে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ‘পরিচ্ছন্ন বা ক্লিন ইমেজের’ নেতা হিসেবে আলোচনায় আছেন-মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদ। তিনি মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া আছেন-জবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক খন্দকার আরিফুজ্জামান। যিনি ১/১১ এর সময় জবি ছাত্রলীগের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে তরান্বিত করেছেন। গোপালগঞ্জের মাটি ও মানুষের সন্তান আরিফুজ্জামান বর্তমানে ঢাকা দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক।
আলোচনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ। আওয়ামী লীগ পরিবারের সন্তান সাইফুল ইসলাম স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তার বাবা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আকন্দ। শেখ হাসিনার উপর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার শিকার হন তিনি।
জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামও দক্ষিণ যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন ছাত্রলীগকে সুসংগঠিত করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীর্ষ পদের জন্য আলোচনায় রয়েছেন জবি ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরও। যিনি জবি ক্যাম্পাস ও পুরান ঢাকাকে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, জ¦ালাওপোড়ার আন্দোলন মোকাবেলায় রাজপথে সাহসী ভুমিকা পালন করেছেন। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য সম্পাদক সাফায়েত উল্লাহ, মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক এবং জবি ছাত্রলীগের সাবেক নেতা শাখাওয়াত হোসেন প্রিন্সও শীর্ষ পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
ইতোমধ্যে ভালো কাজের মধ্য দিয়ে এসব নেতারা আওয়ামী লীগের শীর্ষনেতাদের কাছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের সুনজরে আসার চেষ্টা করছেন।
সম্প্রতি সম্মেলনের মাধ্যমে কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কমিটিগুলোতে যারা নেতা হয়েছেন, তাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সঙ্গতকারণে সাবেক ছাত্রলীগ নেতারাও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীর্ষপদে স্থান পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এক্ষেত্রে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এমন সৎ এবং দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের মূল্যায়ন করা হবে। তাদের হাতে তুলে দেয়া হবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নতুন নেতৃত্ব।