লবণের দাম বৃদ্ধির গুজবে যারা সাড়া দিয়েছেন, তারা এখন বেশ পেরেশানিতে আছেন। আবার অনেকেই বেশি বেশি লবণ কিনে বিপাকে পড়েছেন। তাদের আফসোসের শেষ নেই। আবার অনেকেই লজ্জিত। অতিরিক্ত লবণ কিনে কেউ কেউ দোকানে ফেরত দিতে এসে হতাশ হয়েছেন। কারণ, লবণের দাম তো বাড়েনি। এ ব্যাপারে বোদা বাজার লবণ ব্যবসায়ী জাফর জানান, গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লবণের সংকট হবে এমন গুজব ছড়িয়ে পড়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত অসংখ্য ক্রেতা দোকানে ভিড় করে। আমি স্বাভাবিক দামেই লবণ বিক্রি করেছি। খোলা লবণ দেড়শ’ বস্তা এবং ১ কেজি ওজনের দেড়শ’ প্যাকেট বিক্রি করেছি। একদিনে এত পরিমাণ লবণ আমি কোন দিনই বিক্রি করতে পারিনি। পঞ্চগড় বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান, ২০১৯-২০ অর্থবছরে চাষিরা লবণ উৎপাদন শুরু করেছেন। ২০১৮-১৯ অর্থবছরে উৎপাদিত লবণের প্রায় সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। চাহিদার চেয়ে বেশি লবণ মজুদ রয়েছে। তাই দেশে লবণের কোন সংকট নেই, সংকট হওয়ারও কোন সম্ভাবনা নেই। উল্লেখ্য, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় গুজব ঠেকাতে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উদ্যোগে মাইকিং করেন। ভুয়া গুজবে কান না দেয়ার জন্য এবং লবণের প্রচুর মজুদ রয়েছে জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল।