পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অুনষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এসোড ট্রেনিং সেন্টারে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় অতিথিবৃন্দ। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ইন্দ্র নাথ রায়, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, পূজা উদযাপন পরিষদ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সদস্য সুনীল চক্রবর্তি, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রতœা ঘোষ। সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বাবন। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ধীমান ভট্রাচার্য। আরো বক্তব্য রাখেন রসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাসহ স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন দেবদাস দেবু।