কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর সরারচর গ্রামের মৃত ললিত চন্দ্র দত্তের ছেলে গৌরাঙ্গ চন্দ্র দত্তের খুনের ঘটনায় পুলিশ গত বুধবার দিবাগত রাতে মহিলাসহ অন্তত ৭জনকে থানায় আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দেবতোষ চন্দ্র দত্ত (৭০), মৃত সন্তোষ চন্দ্র সরকারের ছেলে নুপুর চন্দ্র সরকার (৫০), সুজিত চন্দ্র দত্ত (৪০), শীতল চন্দ্র সরকার (৩৮), হৃদয় চন্দ্র দত্ত (২০), সুজিত চন্দ্র দত্তের স্ত্রী সুমা রাণী দত্ত (৩৫) ও নুপুর সরকারের স্ত্রী জবা সরকার (৩০)। এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিমা দাসের স্বামী গৌরাঙ্গ চন্দ্র দত্ত গত সোমবার (১৮ নভেম্বর) সকালে ভাগলপুর হতে সরারচর গ্রামে শহীদ মাষ্টারের পতিত জমিতে পুলিশ অজ্ঞাতনামা (৫০) এর লাশ উদ্ধার করেছে। পরে পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে যে, গৌরঙ্গ চন্দ্র দত্ত গ্রামের বাড়ি উত্তর সরারচর। গৌরাঙ্গ চন্দ্র দাসের ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সেই বিরোধের গৌরাঙ্গ চন্দ্র দাসকে খুন করতে পারে বলে পুলিশ ধারনা করছেন। মামলার তদন্তকারী এস.আই মোঃ মাহবুবুর রহমান জানান, গৌরাঙ্গ চন্দ্র দত্ত জমি সংক্রান্ত জেরে খুন হতে পারে। প্রথমে অজ্ঞাতনামা থানায় জিডি করা হয়। পরে নিহত ব্যক্তি গৌরাঙ্গ চন্দ্র দত্তের পরিচয় পাওয়ার পর তার স্ত্রী প্রতিমা দত্ত বাজিতপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। তিনি বলেন, নিহত ব্যাক্তির দুই চোখ উৎপাটন ও ডান কানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বাজিতপুর থানার ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন।